নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পেশাগত দায়িত্ব পালনকালে এক নারী সাংবাদিককে হেনস্তা এবং চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম। ৩ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটির আহবায়ক খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল, সদস্য হিসেবে আছেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ এবং সদস্য সচিব সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আহসানুল কবির।
ড. শহিদুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুতই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা যেন অক্ষুন্ন থাকে সে ব্যাপারে আমরা সব সময় সচেতন ছিলাম। এ ব্যাপারে দোষীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
চারুকলা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, চারুকলা শিক্ষার্থীদের দাবি মোতাবেক ইন্সটিটিউট সংস্কারের কাজ চলছে। পাশাপাশি অনলাইনে তাদের ক্লাস কার্যক্রম চলমান আছে। অধিকাংশ শিক্ষার্থীই ক্লাস করছে।
তিনি আরো বলেন, যারা আন্দোলনরত আছে তাদেরকে উপাচার্যের পক্ষ থেকে আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। স্থানান্তর প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এর জন্য বিশাল অংকের বাজেটের প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আগামী বাজেটের সময় চারুকলার স্থানান্তর প্রক্রিয়ার বিষয় বিবেচনা করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের ১০০তম দিনে আন্দোলনকারীদের আন্দোলন করতে বাধা দেওয়া সহ মারধরের অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের উপরে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিক বেশ কয়েকজন সাংবাদিকদেরও হেনস্তা করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ