শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ক্লাবের যাত্রা শুরু

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১
জেসমিন নাহার জুঁই ও ইউসুফ আব্দুল্লাহ ফাহিম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ক্লাবটি থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক (১) বছরের জন্য অনুমোদিত প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেসমিন নাহার জুঁই ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ ফাহিম।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে অনিন্দিতা আচার্য, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি হিসেবে ফারহানা মাহবুবা কেয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে সাদিয়া জামান সুপ্তি, সেশন কো-অর্ডিনেটর হিসেবে স্পন্দন রেমা দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে বিনতে আনসারী শান্তনা ও রাফিয়া নুসরাত মীন। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আবু বকর সিদ্দিক, মেহবুব রশিদ রাবু ও মো. হাসিবুর রহমান ইভান।

সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ফাহিম বলেন, আধুনিক এই যুগে প্রযুক্তি নির্ভরতা বা এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে, ফলে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যাও। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আর্থিক লেনদেন, কেনাকাটাও অনলাইন কেন্দ্রিক, তাই প্রযুক্তি বিষয়ে নিরাপত্তার প্রয়োজনীয়তাও অনেক বেশী। আমাদের উদ্দেশ্য নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি কমিনিউনিটি তৈরি করা যারা সাইবার নিয়ে ক্যারিয়ার, সাইবার সচেতনতা, সাইবার শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক।

সভাপতি জেসমিন নাহার জুঁই বলেন, বর্তমান আধুনিকায়ন এর যুগে মানুষ যতই অনলাইন নির্ভর হচ্ছে ততই সাইবার নিরাপত্তা জনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে দক্ষ সাইবার সিকিউরিটি প্রফেশনাল এর চাহিদা। আমাদের ক্লাবের লক্ষ্য হলো সাইবার সিকিউরিটি এ ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একটি সহায়ক কমিউনিটি তৈরি করা, দক্ষ সাইবার সিকিউরিটি পেশাজীবীদের তৈরি করা। আমরা ক্লাবের সদস্যদের উচ্চমানের প্রশিক্ষণ, কোর্স ও ওয়ার্কশপ প্রদান করব। এছাড়াও সাইবার সিকিউরিটি সংক্রান্ত সেমিনার এবং ওয়েবিনার আয়োজন করব।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ