ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ঢাবিতে ভর্তি পরীক্ষা হবে এইচএসসির সিলেবাস অনুযায়ী

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৩

এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত এই ভর্তি আবেদন চলবে। বুয়েটের প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে ২০ মে। তবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ এখনও নির্ধারণ হয়নি।

গত বুধবার প্রকাশিত হয় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল। সারাদেশে পাস করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার চারটি ইউনিট মিলে ৬ হাজার ৩৫ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে হবে এই পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ মে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ মে এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, ১ হাজার ২৭৯ আসনের বিপরীতে প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে ২০ মে। আর মূল ভর্তি পরীক্ষা হবে ১০ জুন। ভর্তি কমিটির সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ফেরদৌস জামান জানিয়েছেন, এবারও ২২টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হবে। তবে এখন পর্যন্ত এসব বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

আগামী সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে বৈঠক অনুষ্ঠিত হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনও তারিখ নির্ধারণ হয়নি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ