নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
“সিঙ্গেল আছি,প্যারা নাই, সিঙ্গেল থাকুন, প্যারা মুক্ত থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সিঙ্গেল ঐক্যজোট। সংগঠন পরিপন্থী কাজ ও গঠনতন্ত্র অমান্য করায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিঙ্গেল ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পদক শাফি আল সাকিব, প্রচার সম্পাদক শিহাব প্রধান এবং উপ কোষাধ্যক্ষ শান্ত ইব্রাহিমকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিঙ্গেল ঐক্যজোটের সভাপতি রবিউল হাসান সাকীব ও সাধারণ সম্পাদক তৌকিব হাসান শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ জানানো হয়।
জানা যায়, সিঙ্গেল ঐক্যজোট বেরোবির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে সিঙ্গেল ঐক্যজোট, বেরোবির সভাপতি রবিউল হাসান সাকীব বলেন, বহিষ্কৃত তিন সদস্যের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিলো। এই অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় তাদের বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সিঙ্গেল ঐক্যজোট, বেরোবি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ