নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রশাসনিক তিনটি পদে নতুন তিন জন শিক্ষককে নিয়োগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার। অন্যদিকে আইকিউএসির পরিচালক পদে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার এবং কৃষিতত্ত্ব ও হাওর বিভাগের চেয়ারম্যান পদে একই বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম দুই বছরের জন্য নতুন দায়িত্ব পান।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি অফিস আদেশের মাধ্যমে তাদেরকে এই নিয়োগ প্রদান করা হয়। এর মাধ্যমে আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার ১১তম পরিচালক পদে কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞার স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
নিয়োগপ্রাপ্ত সবাই যার যার অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ও যথার্থভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ