নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মঞ্চায়ন হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নাট্য সংগঠন লুব্ধক থিয়েটারের পঞ্চম মঞ্চ নাটক “আগুনমুখা”। এর মাধ্যমে প্রায় তিন বছর পর নতুন কোন নাটক মঞ্চায়ন করল সংগঠনটি। দেশের বিশিষ্ট নাট্যকার মান্নান হীরা রচিত নাটকটি মঞ্চায়নে নির্দেশনায় ছিলেন লুব্ধক থিয়েটারের সাধারণ সম্পাদক নিলোৎপাল দে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা ৬টায় নাটকটির মঞ্চায়ন শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
নাটক মঞ্চায়ন শেষে লুব্ধক থিয়েটারের সাবেক সভাপতি ও নাট্য অভিনেতা মো. আরশাদুল ইসলাম বলেন, জানুয়ারি মাস থেকেই আমরা মহড়া শুরু করি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে নাটকটির উপজীব্য ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা বিচার করবে দর্শক। তবে মহড়ায় আরো কিছুদিন সময় দিতে পারলে হয়তো আরো ভালোভাবে উপস্থাপন করা যেত বলে উল্লেখ করেন তিনি।
লুব্ধক থিয়েটারের সাধারণ সম্পাদক নিলোৎপাল দে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। এছাড়াও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো তিনি বলেন, আজকের অনুষ্ঠানের দর্শকদের সমর্থনই ছিল আমাদের অনুপ্রেরণা মূল উৎস। এছাড়াও অনেক দিন পর নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আগুনমুখা নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জৈষ্ঠ্য শিল্পী আরশাদুল ইসলাম, লুব্ধক থিয়েটারের সাধারণ সম্পাদক নিলোৎপাল দে, সজিব পাল, অঙ্কিতা বসাক এবং শান্ত আহমেদ।
২০১৬ সালের ছয় নভেম্বর “সমাজকে দেখি, সমাজকে গড়ি” স্লোগানে লুব্ধক থিয়েটার যাত্রা শুরু করে। এরপর ২০১৭ সালের পহেলা নভেম্বর প্রথম নাটক মঞ্চায়নের মাধ্যমে থিয়েটারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিগত ছয় বছরে সংগঠনটির পঞ্চম প্রযোজনাসহ মোট ১৩টি মঞ্চায়ন সম্পন্ন হলো।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ