শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

জাবিতে চলছে ‘রাজা-রানী’ নির্বাচন

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের অংশ হিসেবে ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ভোটগ্রহণ শেষ হবে।

এবারের রাজা পদে নির্বাচনে দুইজন ও রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শফি কামাল বিপ্লব ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপ্লব হোসাইন।

অন্যদিকে রানি পদে নির্বাচন করছেন দর্শন বিভাগের শিক্ষার্থী তাসলিমা খান পন্নী এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাহিনুর আক্তার প্রীতি।

রাজা-রানী নির্বাচন শেষে পরে জাকসু ভবনে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ভোটার রয়েছে ২ হাজার ২শ ৩৭ জন। তারা রাজা ও রানী নির্বাচনের জন্য একটি করে ভোট দিতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার অনেকের চাকরির পরীক্ষা থাকায় ভোটার সংখ্যা কিছুটা কম। আশা করি বিকেলের দিকে ভোটার সংখ্যা বাড়বে।

নির্বাচন কমিশনার দেবজ্যোতি ঘোষ বলেন, ‘রাজা-রানি’ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসব মুখরভাবে চলছে। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ