ঢাকা, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯, ২৯ শাবান ১৪৪৪

পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময় পেছানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ১২ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামীকাল ৯ ফেব্রুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত ওয়েবসাইটে (www.nu.ac.bd) জানা যাবে। তবে কেন সময় পরিবর্তন করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ