নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভুল চাহিদায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের প্যাটার্নভুক্ত এমপিও সুবিধা দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত বলে চাহিদা দেওয়া প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে।
বুধবার (২৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে দ্বিতীয় ও তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়ে যোগদান করা শিক্ষকদের এ সুবিধার আওতায় আনতে এ সংক্রান্ত ছয় দফা নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসিএর সুপারিশের মাধ্যমে নন-এমপিও পদে শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো, ভুল চাহিদা দেওয়া প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানো, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কেবল প্যাটার্নভুক্ত পদে নন-এমপিও সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিধি মোতাবেক এমপিওভুক্ত করা, কোনোভাবে নন-এমপিও সুপারিশপ্রাপ্ত শিক্ষক শূন্যপদের বিপরীতে সমন্বয় করা যাবে না। এছাড়া এ সিদ্ধান্ত এনটিআরসিএর জারি করা শুধুমাত্র দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এতে বলা হয়েছে, সেই শিক্ষকরা বিধি মোতাবেক তখনই এমপিওভুক্তি হতে পারবেন, যখন চাহিদা দেওয়া নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমপিও আদেশপ্রাপ্ত হলে বা নন-এমপিও স্তর নতুন করে এমপিওভুক্ত হবে।
এতে আরও বলা হয়, এনটিআরসিএর দেওয়া সুপারিশপত্রে সুপারিশ পাওয়া পদটি নন-এমপিও বিধায় এতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা কখনো এমপিও সুবিধা দাবি করতে পারবে না। এ সুপারিশ নন-এপিও পদ হবে। এটি কোনোভাবেই এমপিও পদে সমন্বয় করার সুপারিশ নয় এবং এর মাধ্যমে প্রার্থীর এমপিওপ্রাপ্তির কোনো অধিকার জন্মাবে না মর্মে উল্লিখিত চার নম্বর শর্ত বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনার প্রেক্ষিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ