বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

রমজানে ব্যবসায়ীদের সংযমী হওয়ার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশনার সময়: ১৫ মার্চ ২০২৩, ১৫:১৯
ছবি : সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম যাতে সহনীয় থাকে, সে জন্য ব্যবসায়ীদের সংযমী হওয়ার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এই আহবান করেন।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান এসেছে ব্যবসায়ীদের বলব আপনারা একটু সংযমী হোন। যা ন্যায্য মূল্য সেটাই নেবেন, আমরা সারাদিন পাহাড়া দিতে পারব না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা দায়িত্ব নেবেন কিনা।

তিনি বলেন, আমি বারবার অনুরোধ করি, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না, মানবিক দায়িত্ব আছে। আমরা সেন্সেবল ব্যবসায়ী চাই। পৃথিবীর সব জায়গায় উৎসবের সময়ে মানুষকে একটু ছাড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের দেশে তার ব্যতিক্রম।

এ সময় ক্রেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে হুমড়ি খেয়ে কেনার কিছু নেই। একটু সাশ্রয়ী হোন। বাজারে একটা সরবরাহ ব্যবস্থা আছে। পাঁচ কেজি পেঁয়াজের জায়গায় আপনারা ২০ কেজি কেনা শুরু করলে বাজারে হুট করে সরবরাহ চলে আসবে না।

রমজানে টিসিবির কার্যক্রম নিয়ে টিপু মুনশি বলেন, টিসিবি আগে একবার পণ্য দিত, এখন দুবার দেবে। ডাল, তেল, চিনি, চাল, ঢাকায় খেজুর দেবে, গ্রামে ছোলা-বুট দেবে। এক কোটি মানুষকে দেবে, এক কোটি মানুষকে দেওয়া মানে এক কোটি পরিবারকে দেয়া।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ