নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রকৃতিতে বইছে বসন্তের সঙ্গে ভালোবাসার হাওয়া। দিনটি উদযাপনে মেতেছে সবাই। নাগরিক জীবনে, ইট পাথরের ইমারতে কোকিলের ডাক শোনা না গেলেও, তরুণ-তরুণীর পোশাক বৈচিত্র্যে ফুটে উঠেছে বসন্তের পূর্ণ ছোঁয়া।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একই দিনে বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীতে বেড়েছে ফুলের চাহিদা। ভোর থেকেই পাঞ্জাবি-শাড়িতে ফুলের দোকানে ভিড় করছে তরুণ-তরুণীরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের ঘ্রাণের বিপরীতে বাড়ছে দাম। তাই বলে থেমে নেই ফুল কেনাবেচা।
এদিকে কয়েক দিন আগে যে গোলাপ ফুল বিক্রি হয়েছিল ১০-১৫ টাকা, সেটি এখন ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার অস্থায়ী দোকানে ৬০ থেকে ১০০ টাকা। ভারতীয় গোলাপ ১০০ থেকে ১২০ টাকা আর চায়না গোলাপ ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কয়েক দিনের ব্যবধানে এতটা দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা অনেক তরুণ-তরুণী।
ফুল ব্যবসায়ীরা বলছেন, ফাল্গুন আর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় চাহিদা বেড়েছে গোলাপের। ক্রেতারা বলছেন, এ সুযোগে অতিরিক্ত দাম নিয়ে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা।
এদিকে সবার চাহিদাকে গুরুত্ব দিয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ফুল চাষিরা। একেকটি গোলাপ খুচরায় ৪০ এবং পাইকারিতে ২০ টাকায় বিক্রি করছেন তারা। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন এবং ২১ ফেব্রুয়ারি ঘিরে প্রায় ২০ কোটি টাকার গোলাপ বিক্রির আশা তাদের।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ