নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের কেতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফ ডজন মামলার আসামি মজনু শেখ (৪৪) নামের এক শীর্ষ মাদককারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার সন্দ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই আজগর আলীর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ কোতোয়ালী থানাধীন চুরখাই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ এই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মজনু শেখ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার ৫নং ওয়ার্ডের বাসীন্দা মরহুম ওমর আলী শেখের ছেলে।
বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান মাদক ব্যবসায়ী মজনু শেখের বিরুদ্ধে ঢাকা মিরপুর মডেল থানা, আশুলিয়া থানা, সাভার থানা, ডিএমপি ভাষানটেক থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী মজনু শেখকে দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পেরন করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ