নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে চালকসহ তিন জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার সেতুর উত্তর ভায়াডাক্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তবে এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ‘ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাওয়ার পথে টোল প্লাজার ২০০ গজ সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজের ট্রাকটি উল্টে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান বলেন, ‘ফরিদপুর থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিল পেঁয়াজবোঝাই ট্রাকটি। পদ্মা সেতুর টোল প্লাজা পার হয়ে ২০০ গজ সামনে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ