নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে তামান্না ইসলাম (২৩) নামের এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার থানা মোড়ে ঘটেছে। যুবতী ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। প্রায় এক সপ্তাহ পূর্বেই মেয়েটির তালাক হওয়ায় সে মানসিক চাপে আত্মহনন করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে থানা পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে নিজ শয়ন ঘরে সকলের অগোচরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় তামান্না ইসলাম। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘প্রায় এক সপ্তাহ পূর্বে মেয়েটির তালাক হয়। পরে পরিবার থেকে পুনরায় বিয়ের কথাবার্তা হলে সে রাজি হয়নি। সে মানসিক চাপে আত্মহনন করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে’।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ