নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে বিএনপি মানতে পারেনি, তাই শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো এতো বড় উন্নয়নকে মানতে পারছে না।
বুধবার (২২ জুন) বিকেলে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার এলাকায় আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান প্রত্যাখ্যান করায় জনগণ বিএনপিকে আগেও প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সভাস্থলের অন্যতম সম্বনয়কারী দলের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শরিয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরিয়তপুর-৩ আসনের এমপি নঈম রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নয়া শতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ