নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ৩ টি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। একই সাথে আরো ৩টি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মে) টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে, স্বদেশ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক ও আমানত ক্লিনিক এন্ড হসপিটাল। এছাড়া দি সিটি ক্লিনিককে ২০ হাজার টাকা, কমফোর্ড হাসাপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ আগামীকাল (২৯ মে) দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এছাড়া ডিজিল্যাবে সিজারিয়ান রোগী থাকায় আজকে ৩০ হাজার জরিমানা করে আগামীকাল দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে। তারপর সেটাকে সিলগালা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনার পরিচালক ড.শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ।
নয়া শতাব্দী/এমআরএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ