নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বরিশালের বাকেরগঞ্জের কৃতী সন্তান গোলাম মাওলা শাহীন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি পদে সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক পদে মোনায়েম মুন্না মনোনীত হয়েছেন।
সূত্র জানা গেছে, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে।
গোলাম মাওলা শাহীন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোলাম মাওলা শাহিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিন যুবদলের আহ্বায়ক।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ