নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাগুরা শহরের ঐতিহাসিক নোমনী ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১১ টায় ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়্যালি সম্মেলনের উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৪ মে) সকালে ঐতিাহাসিক নোমানী ময়দান মাঠে দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের এ সম্মেলন।
মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, যথাক্রমে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম এমপি, কেন্দ্রিয় সদস্য গ্লেরিয়া সরকার ঝর্ণা এমপি, মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জাম শিখর, মাগুরা-২ আসনের এমপি অ্যাড বীরেন শিকদার, পরভীন জামান কল্পনা এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে।
সকাল ১১ টায় সম্মেলনের হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা দলে-দলে মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হতে থাকেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ