নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজারের রামুতে বেপরোয়া গতির বাসচাপায় গিয়াস উদ্দিন রুবেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চা বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন রুবেল উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। তিনি প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চা বাগান এলাকায় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস গিয়াস উদ্দিন রুবেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এদিকে প্রকৌশলীর মৃত্যুতে রামু জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা এই সম্ভাবনাময়ী যুবকের আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ