নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকায় শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর খান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনার বিষয় জানতে চাইলে মারধরের শিকার হন ওই শিশুর পরিবারের লোকজন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত জাহাঙ্গীর বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার এলাকার মৃত আলী আকবরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ও স্কুলছাত্রীর ঘর পাশাপাশি। বৃহস্পতিবার বিকেলে উঠানে বসে খেলা করছিলো শিশুটি। এ সময় তাকে তেতুল দেয়ার কথা বলে ঘরে ডেকে নেয় জাহাঙ্গীর। এর কিছুক্ষণ পর শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে নিজের ঘরে আসে। পরে শিশুটির মা শিশুটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘দুপুরে আমি উঠোনের একপাশে বসে ধান সিদ্ধ করছিলাম। আমার মেয়ে আমার পাশে বসে খর-কুটা নিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পরে মেয়ে কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। এ সময় ওর রক্তক্ষরণ হচ্ছিলো৷ পরে পুরো বিষয়টি আমাকে খুলে বলে। জাহাঙ্গীরের কাছে জিজ্ঞাসা করার জন্য গেলে আমাকে চর থাপ্পর দেয় জাহাঙ্গীর।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযুক্ত পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ