নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি আয়োজনে পৌরশহরের জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নিবেন। ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মইনউদ্দিন খন্দকার,ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিন খান, সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ভূঁইয়া, তাজুল ইসলামসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ