নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুর জেলার রায়পুর-চট্টগ্রাম রুটের জোনাকী পরিবহন নামে একটি বাস চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আইয়ুব খান (৩০) আহত হয়। তারা ৩ জন করোনার টিকা দিতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং ষ্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিশু তার দুই মামাকে নিয়ে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জমিদারহাট ফিলিং ষ্টেশনে পৌঁছলে, চট্টগ্রামগামী জোনাকী পরিবহন তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় তিন মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। পথিমধ্যে দুপুর পৌনে ৩টায় ফেনীতে মামা-ভাগিনার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়েরুল হক জানান, করোনার টিকা নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং বাকী জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ