নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ মো. আবদুস সামাদ মিয়া (২০) নামক এক মাদক পাচারকারীকে বিজিবির সহায়তায় গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর । এ সময় অপর তিনজন মাদক পাচারকারী পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আবদুস সামাদ মিয়া কালাছড়া গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের সহায়তায় রোববার রাতে অভিযান চালিয়ে মাদক পাচারকারী মো. আবদুস সামাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপর তিনজন মাদক পাচারকারী পালিয়ে যায়। গ্রেফতারকৃত সামাদ মিয়ার কাছ থেকে ২০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ