নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর বাসস্ট্যান্ডে প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী গাজীপুরের বাসিন্দা ছিলেন। তিনি স্বর্নালঙ্কারের দোকানে কয়লা সাপ্লাই দিতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার মাঝখানের ডিভাইডারে গাছের ডালপালা-ঝোপ বেড়ে যাওয়ায় অপর পাশ থেকে আসা গাড়ি দেখা যায় না বলেই এমন দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ