নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে শামীম মিয়া (২০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মৃগা হাওরের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া শামীম মিয়া উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ আরেকজন জয় বাদশা (১৫) এর খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিখোঁজ জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রজারকান্দা পাঁচ জেলে নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যায়।
রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে বাড়ি ফিরেন। কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হয়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ