নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ সমুহের উপকার ভোগীদের সাথে নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যােগে উপজেলার কাঞ্চন পৌরসভা বিরাব এলাকায় মুজিববর্ষ ভিলেজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসামৎ রহিমা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মিয়া প্রমুখ।
বৈঠক শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশ্রয়ন-২ প্রকল্প এলাকা পরিদর্শন করেন ও বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ