নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর মিশুক চালক আবিদুর রহমান (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। সে পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমদ জানান, নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের ডোবা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহ আবিদুর রহমান এটা প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। তার কাপড় এবং জুতা দেখে পরিবারের লোকজন ও দাবী করছেন মৃতদেহটি আবিদুর রহমানে হতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় গাড়ি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি আবিদুর রহমান ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ