নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাকে কুপিয়ে জখম করেছে ভাতিজা। ধারালো হাসুয়ার কোপে চাচার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঘা পৌর সভার উত্তর মিলিক বাঘা (পেট্রোল পাম্প সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নাজিরের ছেলে (আহত আয়েবুদ্দিনের ভাতিজা) কাউছার (৩০) পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, বাঘা পৌর সভার উত্তর মিলিক বাঘা গ্রামে জমি নিয়ে দুই ভাই নাজির (৪০) ও আয়েবুদ্দিন (৩৬) এর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কিল-ঘুষি মারামারির ঘটনাও ঘটে।
বিষয়টি দেখে নাজিরের ছেলে কাউছার বাড়ী থেকে হাঁসুয়া নিয়ে গিয়ে চাচা আয়েবুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো হাসুয়ার কোপে আয়েবুদ্দিনের পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে আসে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন।
তার অবস্থা আশঙ্কাজনক দেখে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক জান্নাতুন্নাহার স্বপ্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠিয়ে দেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ