নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মুরগি হত্যার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় অভিযোগ করেছেন কবির হোসেন নামে এক কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামে।
কবির জানান, তার দিন কাটে অর্ধাহারে অনাহারে। লোকের বাড়িতে কাজ করে কোন রকম ভাবে সংসার চালান। পাশাপাশি হাঁস-মুরগি পালন করে ছেলে-মেয়ের পড়াশুনার খরচ যোগান। তার পালিত ৭টি মুরগি কে বা করা রাতে বিষটোপ দিয়ে হত্যা করেছে। এ ঘটনাকে ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী।
কান্নাজড়িতকণ্ঠে কবির হোসেন আরো জানান, আমার সাঙ্গে এলাকার কোন মানুষের শত্রুতা নেই। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ৭টি মুরগি মরে পড়ে আছে। এ ঘটনায় কবির হোসেন রাত ৮টার দিকে বাদী হয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ৭টি মরা মুরগি থানায় নিয়ে আসা হয়েছে।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই সুমন জানান, মুরগি হত্যার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সাঙ্গে কে বা কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ