নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
দীর্ঘ ৮১ দিন পর করোনায় মৃত্যু শূন্য দেখলো বগুড়াবাসী। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৬৬ ভাগ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে বগুড়ার কেউ মারা যাননি। এর আগে গত ১৩ জুন করোনায় মৃত্যু শূন্য ছিল বগুড়া।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ২২৫ জনের নমুনা পরিক্ষা করে ২৪ জন করোনা রোগী সনাক্ত হয়। এনিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৬৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৫ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ