নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত সাইয়েদ উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বড় কসবা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরপেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ