নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বরিশালের মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত টং ঘর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রুকুন্দি গ্রামের গণেশপুরা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার একটি পরিত্যক্ত টং ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ