নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা শনাক্তের পর ৩ জন এবং উপসর্গ নিয়ে আরো ২ জন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শুক্রবার গণমাধ্যমকে এসব তথ্য জানান। সর্বশেষ রামেকে মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন বাসিন্দার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। করোনা রোগী ভর্তি কমে যাওয়ায় বর্তমানে রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড কমে ২৮৬টি করা হয়েছে। মোট করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৪০ জন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ