নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কুমিল্লার লাকসামে এক গৃহবধূ (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের জগতপুর গ্রামের মৃত সোলেমান পাশার বাড়িতে এ ঘটনা ঘটে।
লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে।
জানা যায়, জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯) কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত জগতপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও ইমাম হোসেনের ছেলে মো,
দিপুকে (৩০) আটক করে।কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ