ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

ফখরুলের এদেশে থাকার অধিকার নেই : কাদের সিদ্দিকী

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ২২:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

শনিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে দলটির জেলা শাখার উদ্যোগে প্রতিকৃতি উন্মোচন ও কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘যিনি বলেন বাংলাদেশের চাইতে পাকিস্তান ভালো ছিল, তার এক মুহূর্ত বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। তার পাকিস্তানেই চলে যাওয়া উচিত।’

কাদের সিদ্দিকী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাদেশে থেকে কেউ পাকিস্তানের গুণগান গাইলে দেশের বীর মুক্তিযোদ্ধারা তা মেনে নেবে না। একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না।’

এমপি, মন্ত্রী হওয়ার জন্য বা সরকার গঠনের উদ্দেশ্যে দল গঠন করেননি জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘মানুষের পাশে থাকার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই দল গঠন করেছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশেই থাকতে চাই।’

কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকাসহ স্থানীয় নেতাকর্মীরা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ