নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বগুড়ার সোনাতলায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. তাহেরুল (৩৫) নামের এক কৃষক খুন হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। তাহেরুল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, তাহেরুলের সাথে প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘ দিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে এই নিয়ে তার সাথে চাচা ও চাচাতো ভাইদের দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন মিলে শক্ত লোহার বস্তু দিয়ে তাহেরুলের ওপর হামলা করে। তাহেরুলের মাথায় উপর্যপুরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সৈকত হাসান আরও জানান, প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইসহ হামলায় জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ