ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

রোহিঙ্গা ক্যাম্পে হাফেজকে গুলি করে হত্যা

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ২২:৩৫

কক্সবাজারের উখিয়ায় হাফেজ মাহাবুব (২৭) নামে এক আলেমকে গুলি করে হত্যা করেছে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা। ৫-৬ জন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মাহাবুব ওই ক্যাম্পে ব্লক ডি-৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে ঢুকে তার বুকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প-১২ সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইন-শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ