নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
যশোরের কোতোয়ালিতে কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, একটি চাকু ও দুটি রেঞ্জ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে কোতোয়ালি থানাধীন কালেক্টরেট জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালি থানা এলাকার মো. মইনুদ্দিন খোকন (১৯) ও মেহেদী হাসান নয়ন (১৯)।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিফ আকবর জয় জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ