নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালাবে হাওলাদারের উপর হামলার প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে বগা বন্দরে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থককরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি বগা বন্দর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজার ব্রিজ অতিক্রম করে হোগলা ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্ত প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা সাহাবুদ্দিন, বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের উপর হামলার নির্দেশদাতা হিসাবে স্থানীয় এমপি আসম ফিরোজকে দায়ী করেন।
একই দিন বেলা সাড়ে ১১টায় বগা আওয়ামী লীগ কার্যালয় হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ, শুক্রবার (১৭ মার্চ) দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আনন্দ মিছিল আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় এমপি আসম ফিরোজের ভাইয়ের ছেলে মনির মোল্লার নেতৃত্বে দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোতালেব হাওলাদারসহ তার ২০-২৫ জন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
গুরুতর আহত আবদুল মোতালেব হাওলাদার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় ৩শ অজ্ঞাত আসামি করে এসআই মুনির বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা করেছেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ