নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াসের বাড়ির পাশেই বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটি রয়েছে। শনিবার বিকেলে ওই খুঁটি থেকে নেয়া বাড়ির সংযোগ লাইনের তার ছেঁড়া পড়ে থাকতে দেখে পিয়াস মেরামত করতে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হলে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ