ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ২১:৪২

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবক ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিয়াসের বাড়ির পাশেই বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুঁটি রয়েছে। শনিবার বিকেলে ওই খুঁটি থেকে নেয়া বাড়ির সংযোগ লাইনের তার ছেঁড়া পড়ে থাকতে দেখে পিয়াস মেরামত করতে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হলে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোন অভিযোগ আসেনি।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ