ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

পুলিশ পরিচয়ে কাগজ দেখতে এসে অটোরিকশা চুরি

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ২১:২৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৩, ২১:৩৩

জামালপুরের সদর উপজেলায় পুলিশ পরিচয়ে অটোরিকশা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১৭ মার্চ) দিনগতরাতে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট আড়ংহাটি গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে মো. রমিজল (৪২) এবং ভোলা জেলার লালমোহন উপজেলার উত্তর ফরাসগঞ্জ এলাকার আল ইসলাম হাওলাদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কাগজ দেখাতে বলেন জিয়াউল হক ওরফে কালু (২৮) নামে এক অটোরিকশাচালকের কাছে। এসময় চালক কাগজ আনতে গেলে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। ফিরে এসে অটোরিকশা না পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করেন চালক। পরে রাত ১২টা ৩০ মিনিটে পার্শ্ববর্তী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ ইমন আরো জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ