নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সমাবেশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র চলে নির্বাচনের হাত ধরে। বাংলাদেশে নির্বাচন বলতে কিছু নাই। ক্ষমতা পরিবর্তনের জন্য জনগণের দাবিকে উপেক্ষা করতে পারবে না সরকার। সাধারণ মানুষ জেগে উঠেছে কারণ তারা ক্ষমতার পরিবর্তন চায়।
শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে নগরের কান্দিরপাড়ে ভিক্টোরিয়া কলেজ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
১০দফা দাবি আদায়ের লক্ষ্যে মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর ও জেলার নেতৃবৃন্দরা।
এসময় দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, যারা লুটপাট করে হারাম উপার্জন করে আজ বাংলাদেশ হয়ে গেছে তাদের বাড়ি। তিনি বলেন, রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুটপাট করা হচ্ছে। দেশের সম্পদ পাচার করা হচ্ছে বিদেশে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ