বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

গ্রেফতারের আগে যে কথা বলেছিলেন মাহি

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১৩:২৭

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে সৌদি আরব থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী রকিব সরকার পলাতক।

এর আগে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানায় মামলা দুটি দায়ের হয়। কোটি টাকার জমি দখল এবং জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন স্থানীয় ইসমাইল হোসেন। এই মামলায় মাহি ও তার স্বামী রাকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছে পুলিশ।

এর আগে শুক্রবার তার নামে মামলা হওয়ার পর এক সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘আমাদের নামে দুইটি মামলা হয়েছে। তারা আমাদের নামে মামলা করতে পারে করুক, আমাদের গ্রেফতার করতে পারে করুক। কিন্তু আমি মনে করি এসব ক্ষমতাধরদের প্রধানমন্ত্রী ছাড়া কেউ শাস্তি দিতে পারবেন না।’

এদিকে শুক্রবার ভোরে স্বামীর সাথে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রাকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন ইসমাইল ওরফে লাদেনকে।’

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রাকিব সরকার আবারো ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, ‘গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যদের অ্যারেস্ট করেছে। আমাদের শোরুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে। পুলিশ কখনও এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে। যা হবার হবে, আমরা ফেস করব।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ