বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪৩০

যে কারণে গ্রেফতার নায়িকা মাহি  

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১২:৫৮
ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। একই মামলার আসামি মাহির স্বামী রকিব সরকার পলাতক আছেন।

এ তথ্য নিশ্চিত করে জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, সকালে মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে দেয়ার অভিযোগ করেন।

এ সময় ওই শোরুম ভাঙচুরের কয়েকটি ভিডিও প্রকাশ করেন এই আলোচিত নায়িকা। সকালের ওই অভিযোগের পর রাতেই পুলিশ মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় মামলাটি করেন এসআই মোহাম্মদ রোকন মিয়া। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন 'অগ্নি' খ্যাত এই নায়িকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ