ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪

স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্য বাউফলে নৌ শোভাযাত্রা

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৩, ১২:৩০

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শিরোনামকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলের বগা লঞ্চ ঘাট এলাকার লোহালীয়া নদীতে এক বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ নৌ শোভাযাত্রা চলে।

বীর উত্তম মরহুম সামসুল আলমের ছেলে হাসিব আলমের উদ্যোগে এ নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় শতাধিক নৌকা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত নানা রংয়ের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়।

স্থানীয় লোকজন এ র‌্যালিতে অংশগ্রহণ করে।

হাসিব আলম তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয় ও অগ্রগতি প্রচারের জন্যই এ আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশ নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ