ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেফতার

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৭

ময়মনসিংহ সদর উপজেলায় অশীতিপর বাবা জয়নুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে ঘাতক ছেলে আব্দুল মতিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জয়নুদ্দিন সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলার বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল বলেন, জয়নুদ্দিনের দুই স্ত্রী রয়েছে। তিনি তার প্রথম স্ত্রীর ঘরের সন্তান আব্দুল মতিন ও দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। কিন্তু ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি ভোরে জয়নুদ্দিন ধানখেতে সেচ দিচ্ছিলেন। এ সময় আব্দুল মতিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে বাবা জয়নুদ্দিনকে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

এ ঘটনার পর নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে জেলার ফুলপুর উপজেলা থেকে আব্দুল মতিনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও জানান, বাবাকে হত্যার করার বিষয়টি স্বীকার করেছে গ্রেফতার হওয়া আব্দুল মতিন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ