নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
জামালপুরের মেলান্দহে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় উপ-পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই অরুন কুমার দাস, এএসআই আজিজুল হক, কনস্টেবল শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করে।
আটককৃতরা হলো ঝাউগড়া ইউনিয়নের পুর্ব শেখ সাদী এলাকার মোহাম্মদ আঃ সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার ঝাউগড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ