নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
একটি মাত্র সেতুর অভাবে শত শত স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর।
সরেজমিনে রামগঞ্জ কলাবাগান, সাতারপাড়া, নন্দনপুর, সোনাপুর, মৌলভী বাজার, কাঠ বাজার, রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজসহ কলাবাগান সড়কের পশ্চিম পাশের স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের প্রতিনিয়ত পোহাতে হচ্ছে মারাত্মক ভোগান্তি।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো কাজে যেতে হলে ১ কিলোমিটার দূরত্বের সোনাপুর বা রামগঞ্জ থানা সড়ক দিয়ে ঘুর পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্বাধীনতার দীর্ঘ সময় থেকে। লক্ষ্মীপুর জেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসী রামগঞ্জ কলাবাগান সড়কের জেলা পরিষদের মালিকানাধীন খালের (বিরেন্দ্র খাল) পূর্ব পাশে জেলা পরিষদের নির্মাণাধীন পরিত্যক্ত ঘাটলার স্থলে সেতু নির্মাণে অনুরোধ করেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাবাগান ব্যাংক সড়কের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) মালিকানা জমির পশ্চিম পাশের কলা বাগান মসজিদের দক্ষিণের পরিত্যক্ত ঘাটলা ও আশপাশের এলাকা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি সরবরাহ বন্ধ থাকায় খালটিতে কোনো পানি নেই। প্রায় ৩০ বছর পূর্বে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ঘাটলাটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
এলাকাবাসী জানান, কলাবাগান মসজিদ সংলগ্ন ঘাটলাটির স্থলে সেতু নির্মাণ করা হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে। বিভিন্ন সরকারি কাজে, ব্যাংক ও স্কুল-কলেজ এবং মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ কাজে ১ থেকে দেড় কিলোমিটার পথ যেতে আমাদের আর্থিক বা শারীরিকভাবে ক্ষতির শিকার হতে হয়।রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, বিষয়টি আমি অনেক আগে থেকেই জেনেছি। সেতু নির্মাণ হলে এলাকাবাসী উপকৃত হবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, এ বিষয়ে আমরা অবগত নই। তবে কেউ লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাজাহান জানান, উক্ত স্থানে সেতু নির্মাণে আমরা একটি আবেদন পেয়েছি। এলাকাবাসীর চাহিদা জেনে আমরা সেতু নির্মাণ করা যায় কিনা দেখব।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ