নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে রাজধানীর তুরাগে মেট্রোরেল ২ নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন, তুরাগের ষোলহাটি এলাকার মাজেদা বেগম (৪৫) ও তার নাতনি রাফিয়া (৬ মাস)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদি মারা যায়। আহত রাফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা মোটরসাইকেলচালক আরাফাত হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি বলেন, মেট্রোরেলের ২নং স্টেশনের নিচের রাস্তায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যায়। শিশু রাফিয়াকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাজেদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরাফাত নামে ওই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
তিনি জানান, বিয়ের অনুষ্ঠানের দাওয়াত শেষে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে দাদির কোলে থাকা নাতনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ও দাদি ঘটনাস্থলেই মারা যায়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ