ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

সুন্দরবনে বাঘ গণনার স্থাপিত ৮ ক্যামেরা চুরি

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫

সুন্দরবনের বাঘ গণনার কাজে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। সুন্দরবনের নোটাবেঁকী অভায়ারণ্য অঞ্চলে স্থাপিত ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে।

বন-বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সাতক্ষীরা রেঞ্জে ইতোমধ্যে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুন্দরবনে নোটাবেঁকী অভায়ারণ্য অঞ্চলে স্থাপিত ৮টি ক্যামেরা চুরি হয়ে গেছে। তবে কবে চুরি হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরা চুরির ঘটনা বিস্ময়ের। তবে ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টা অব্যহত আছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ